.            রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৬৫


                       দুশো সাতান্ন


    তোমার করস্পর্শে আমার চিত্তে জাগে শিহরন
   ওই হৃদয়ে স্থান পেয়েছে আমার মত অকিঞ্চন।
    তোমার সহায়তা ছাড়া বাঁচা আমার অসম্ভব
বিমুখ আমায় করো না গো এটাই দীনের নিবেদন।


                     দুশো আটান্ন


রাত্রি তখন হয়নি প্রভাত কোকিল ডাকে ওঠ এবার
মোরগ ডাকে আরও আগে বাজে তখন নাক-সেতার।
বালিশ আঁকড়ে শুয়েই থাকি ক্ষণপরেই আবার ডাক
এবার উঠেই ভ্রমণ শুরু চলতে চলতে স্মরণ তাঁর।


                       দুশো উনষাট


  ঘুমের মধ্যে স্বপ্নে ডাকি উঠেও ডাকি বারংবার
ঘরের কাজে মন না দিলে ডুবে যাবে এ সংসার।
মায়ার বাঁধন বড়ই কঠিন কেমনে ছিঁড়ে এই গৃহী
আর কতবার ডাকলে বলো খুলে দেবে প্রবেশদ্বার।


                  দুশো ষাট


নিপুণভাবে গাঁথা মালা এমনটি কেউ দেয়নি আর
পাকা বৈঁচি পেড়েছি আজ সুস্বাদু বেশ, চমৎকার।
পা পা করে এগিয়ে গেলাম আঁচলভরে কুড়ায় ফুল
দিলাম হাতে একমুঠো কুল পেলাম হাসি পুরস্কার।


               © অজিত কুমার কর