.           রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৬৬


                     দুশো একষট্টি


সুপ্ত ইচ্ছার ধারাভাষ্য শুনতে পেল রাত-আকাশ
বিধুমুখী মারছে উঁকি, শুনেই ফেললে দীর্ঘ শ্বাস।
       চুম্বনে চুম্বনে যখন সিক্ত হল ওই অধর
কদম্বফুল আড়াল করে ছড়িয়ে দিল তাঁর সুবাস।


                    দুশো বাষট্টি


      ভিজেছিলাম বৃষ্টিধারায় কৈশোরে ও যৌবনে
আজকে সে স্বাদ পেয়ে গেলাম আষাঢ় মাসের বর্ষণে।
    সেদিনের সেই ছবিগুলো উঠেছিল সব ভেসে
  ছাতা ছিল ব্যাগের ভিতর খুলিনি কেউ দুইজনে।


                     দুশো তেষট্টি


মাথা থেকে কপোল বেয়ে চিবুক হয়ে ঝরছে জল
  পাশাপাশি হাটছি দুজন প্রিয়ার ওষ্ঠ লালকমল।
বেড়ার গায়ে হাসনুহানা ডালে কদম দোদুল দুল
বৃষ্টি থামার লক্ষণ নেই স্তব্ধ এখন মেঘ-মাদল।


                     দুশো চৌষট্টি


    দুঃখ কীসের আবার দেব করছি ফুলের তালিকা
        স্বর্ণচাঁপা-বকুল-বেলি হাসনুহানা-মল্লিকা।
পরিয়ে দেবো গলায় তোমার মারবে ঝিলিক ওই দু'চোখ
      পাকা পাকা বৈঁচি দেব বাজাব আজ বল্লিকা।


              © অজিত কুমার কর