.             রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৯০


                      তিনশো সাতান্ন


     শাকান্নতেই পরিতৃপ্ত কী মনোহর পাতার ঘর
    তোমার কৃপায় সুখেই আছি কৃপাবলে স্বনির্ভর।
কোনও অভাব নেই কো আমার বনবাদাড়ে পাই সবই
  রোজ নিশীথে এই কুটিরে শুনি তোমার মধুর স্বর।


                       তিনশো আটান্ন


মুখ ফুটে তো চাইনি কিছুই কোনওদিনও চাইব না
    মনের কথা অজ্ঞাত নয় ভিক্ষা চাইছি মার্জনা।
   যত অল্প দাও-না কেন ওটাই তো পায় পূর্ণতা
তোমার কথা ভাবতে ভাবতে চোখ বুজে হই আনমনা।


                      তিনশো উনষাট


   উপঢৌকন চাইনি কিছুই চাইছি শুধু একটি ফুল
যে ফুল ফোটে মনকাননে পাবার জন্য প্রাণ ব্যাকুল।
      ওটা পেলেই তৃপ্ত হবে পিপাসার্ত এই ভ্রমর
চিন্তাভাবনার কীই বা আছে ওতেই কমবে বক্ষশূল।


                      তিনশো ষাট


পালক দেখলে বুঝতে হবে ফুরিয়ে গেছে ওর আয়ু
আগুন দেখলে ঝাঁপ দেবে ও, বৃষ্টিভেজা হিম বায়ু।
   কে আটকাবে ওকে তখন আকাশপথে বিচরণ
    শুধু একটু দুঃখপ্রকাশ বেদনভরা আহা-উঃ।


                 © অজিত কুমার কর