.           রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৯২


                     তিনশো পঁয়ষট্টি


মানবিক মন হয়নি আকাল চোখে পড়ে নিদর্শন
দুঃসময়ে এগিয়ে আসে আজও কত মানুষজন।
এই পৃথিবীর সবাই মন্দ এটা মোটেও সত্য নয়
  সজ্জনেরা পাওয়ার যোগ্য যথাযোগ্য সম্ভাষণ।


                    তিনশো ছেষট্টি


  যখন এসে পড়ল গায়ে উড়িয়ে দেওয়া প্রেম-পরাগ
      চিত্তবীণায় অনুরণন মিহিন সুরে রাগ বেহাগ।
  এদিক তাকাই ওদিক তাকাই নীপবনে বাজছে মল
গিয়েই আমি দেখতে পেলাম ভালে গালে ফাগের দাগ।


                     তিনশো সাতষট্টি


     চাঁদের খেয়ায় চড়ে পরি নেমেছে এই কুটিরে
কোথায় গেলি রুমা রেশমা আজ তো ইদের ছুটি রে।
   তোদের জন্য কী এনেছে দেখবি যদি আয় চলে
হাজির হতেই বিলিয়ে দিয়ে আদর করে যায় ফিরে।


                     তিনশো আটষট্টি


      সুর সাধকের আলস্য নেই অবিশ্রান্ত সাধনা
কী খাবে বা থাকবে কোথায় এসব কাজে আনমনা।
   অঘটন যা ঘটছে দেশে ঘটায় দুষ্ট লোকের দল
     পাপপুণ্য যদি থাকে পুণ্য নেইকো এককণা


                    © অজিত কুমার কর