.           রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৯৪


                    তিনশো তিয়াত্তর


     ঘন ঘন বিজলি চমক মেঘে মেঘে ঘর্ষণে
ভিজে ভিজে আমরা হাজির সরাইখানায় বর্ষণে।
   খুলে গেল বন্ধ দুয়ার ধরিয়ে দিল ভর্তি গ্লাস
কেউ ছিল না একাই সাকি ভরল হৃদয় দর্শনে।


                    তিনশো চুয়াত্তর


     অশরীরীর সহস্র চোখ নজর রাখে সবদিকে
ফাঁকি দেওয়া বড়ই কঠিন আভাস পায় সে ক্ষণিকে।
এক পেয়ালায় দু জোড়া ঠোঁট অন্তরাত্মা দেখছে সব
   সুযোগ দিয়ে পরীক্ষা তাঁর সংযমীরা রয় টিকে।


                    তিনশো পঁচাত্তর


প্রাণ কাড়ে না যমুনার ঢেউ ডুব দিলে সে প্রেম বিলায়
   রাধাকৃষ্ণের লীলাভূমি ডুবলে বাঁশি শুনতে পায়।
    সারি সারি নৌকা ঘাটে ভাসাও এবার মন-তরি
  কী মনোরম দৃশ্যাবলী দেখলে সবার প্রাণ জুড়ায়।


                     তিনশো ছিয়াত্তর


   এমনই এক শ্রাবণদিনে তোমার আমার পরিচয়
    যমুনার জল সাক্ষী ছিল নির্নিমেষে হৃদয় জয়।
   কতদিন পর আবার দেখা পাশাপাশি এই ঘাটে
বিধির বিধান খণ্ডাবে কে প্রেম আমাদের মিথ্যা নয়।


                  © অজিত কুমার কর