.            রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৯৭


                       তিনশো পঁচাশি


      গ্রাস করেছে কুজ্ঝটিকা সহায় বুদ্ধিহীনতা
       একবিংশ শতাব্দীতে গগনচুম্বী দীনতা।
এই বেড়াজাল সরাতে চাই উদ্দীপনার ঐকতান
       দূরীভূত হবে তবেই দুঃস্বপ্ন, ব্যর্থতা।


                    তিনশো ছিয়াশি


   সুদূর পরাহত মুক্তি জড়িয়ে আছে অক্টোপাস
একটুও টের পাইনি আমি কোথায় ছিল সর্বনাশ।
      ঋতুচক্র হয় না পূরণ অদৃশ্য তাই বসন্ত
       জীবন্মৃত এখন আমি ঘন ঘন দীর্ঘশ্বাস।


                       তিনশো সাতাশি


নামবে জলে জানাওনি তো কেউ কী একা দেয় সাঁতার
  তোমার দেরি হচ্ছে দেখে বুঝতে বাকি রয় না আর।
      চলে এলাম পুকুরঘাটে শ্রাবণধারা মত্ত আজ
সামারসল্টে ঝপাং জলে ডুবসাঁতারে নাগাল পা'র।


                       তিনশো অষ্টাশি


   শ্রাবণেও সেদিন ভোরে সারা আকাশ পরিষ্কার
     সচরাচর হয় না এমন অন্তরালে হস্ত কার?
   সরাইখানায় পৌঁছে দেখি তুমি আগেই উপস্থিত
পা পা করে এগিয়ে যেতেই করস্পর্শ পাই তোমার।


                    © অজিত কুমার কর