.          রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৯৮


                   তিনশো উননব্বই


   শুশুনিয়ায় উঠতে গিয়ে পড়ছি যখন গড়িয়ে
তুমিই তখন তুললে টেনে গাছে কাপড় জড়িয়ে।
শীর্ষদেশে পৌঁছে যেতেই দুই নয়নে খুশির বান
  ঘন্টাখানেক গল্পগুজব সামনে দু-পা ছড়িয়ে।


                    তিনশো নব্বই


তোর কাছে হার মানতে তো চাই বারেবারে জিতিয়ে দিস
  হেরেও দেখি আনন্দ তোর পাইনি খুঁজে এর হাদিস।
    জেতার জন্য সকলেই তো চেষ্টা চালায় নিরন্তর
   বিস্ময়ে বিমূঢ় আমি পেয়েছিস তুই কার আশিস?


                      তিনশো একানব্বই


চাইলে দাও না না-চাইলে দাও কেমন করে জানব তা
ক'বার চাইলে হাত বাড়াবে শুনতে পাও না এই কথা?
     দীনদরিদ্রের প্রতি তুমি হও না কেন অকৃপণ
     কতদিন যে অভুক্ত রই যত ইচ্ছা দাও ব্যথা।


                     তিনশো বিরানব্বই


   পাঠিয়ে দিলে আগেভাগেই বেড়ে ওঠার সব রসদ
   এ মহিমা প্রভু তোমার কোনোওদিনও হয়নি রদ।
      কৃপাসিন্ধু জগৎপতি জীবের প্রতি অশেষ দান
     সারাজীবন রইব আমি হয়ে তোমার বশংবদ।


                    © অজিত কুমার করা