জামা জুতো শাড়ি ঘড়ি
প্রতিদিনই নতুন চাই
দ্বিতীয়বার কোনোটাই নয়
তা না হলে স্বস্তি নাই।


ধ্যানধারণা বদলে গেছে
নতুন যুগের নতুন চাল
আদ্দিকালের ভাবনাগুলো
জড়ায় শুধু মায়ার জাল।


একটা কলম পাঁচ ছ’বছর
একটা জামাও বছর তিন
জুতোজোড়া বছর সাতেক
তাপ্পি দিয়ে চলত দিন।


প্রীতির বাঁধন আলগা বড়ই
এক লহমায় ছিন্ন টান
সিকতার বাঁধ যেমন ধ্বসে
এলেই পরে একটু বান।