গরমেতে হাঁসফাঁস প্রাণ আইঢাই রে
কোথা আছে বটগাছ ছায়াটুকু পাই রে।
দই আন দুই খুরি তলে বসে খাই রে
এর থেকে আরামের আর কিছু নাই রে।


দিঘিটাতে কত মাছ মারে শুধু ঘাই রে
একখানা ছিপ আর চার কিছু চাই রে।
মিঠা পান দুটো চাই যা-না সোনা ভাই রে
শুনে সোনা ভাই বলে যাই দাদা যাই রে।


ফাতনাটা ডুবে গেছে মারি টান হাঁই রে
চিতলটা ব্যাগে পুরে ঘরমুখো ধাই রে।
ঘরে ছিল মণিমালা ছুটে আসে বাইরে
মামিমাকে বল গিয়ে আন কিছু ছাই রে।


খুশিতে সে ডগমগ বলে গান গাই রে
মাসিমাকে দিয়ে আসি নাচি তাই তাই রে।