পরান আমার কান্দে রে কান্দে
মৃত্যুদন্ড জেনেও লিখি আনন্দে লান্দে।


অন্তরালে সদা সচেষ্ট
জ্বালাময়ী প্রতিবাদে কলম যথেষ্ট।


নারী-সম্পদ খায় লুটে ষণ্ডে
মনের ব্যথা বুঝল না কেউ ছোট্টো ভূখণ্ডে।


নারী বলে আজীবন কষ্ট
পুরুষ ধোয়া তুলসিপাতা, খাঁটি না নষ্ট!


বিদ্রোহী মন বিষাদে তপ্ত
আগুনঝরা লান্দে লেখা, ক’রবো তা রপ্ত।


ঠিকরে যখন পড়বে স্ফুলিঙ্গ
ঝলসে যাবে তখন দেশে বৈষম্য-লিঙ্গ।


শুভক্ষণের জন্য প্রতীক্ষা
নারীই দেবে পাষণ্ডদের প্রকৃত শিক্ষা।


বাজা, বাজা, বাজা রে তূর্য
পুব আকাশে স্বমহিমায় প্রদীপ্ত সূর্য।