বীর বিক্রমে দুর্জন ঢালিল গরল
লেলিহান শিখাসম দহিছে অনল।
এবার নদীর গতি যাবে কোন পথে
মৃত্যু বুঝি ঢের ভালো জাগে মনোরথে।
কামনায় জর্জরিত মানবের মন
সুযোগের প্রতীক্ষায় রয় সর্বক্ষণ।
মানবিক চেতনার বড়ই অভাব
ক্ষতিগ্রস্ত এ সমাজ দুর্বত্ত স্বভাব।


পেয়েছি মানব জন্ম কোন্ পুণ্যবলে
হরণ করিল তাহা নিমেষে কৌশলে।
রূপ-রস-গন্ধ-স্পর্শ আমিও তো চাই
বিপুলা এ ধরণিতে অভাব তো নাই।
তবে কেন অসময়ে কেড়ে নিতে চায়
সুবিচার দূর অস্ত বড় অসহায়।