শান্তিনিকেতন            পাশে সবুজ বন
        চলোনা যাই এই আষাঢ়ে
            ভেজাই দুটি মন।


এটা তো বোলপুর        আর কিছুটা দূর
         শুনতে পাব ধামসা মাদল
              বাঁশির মিঠা সুর।


মাটির কুঁড়েঘর           মিলবে সমাদর
          একটু দূরে অজয় নদী
               শুষ্ক বালুচর।


কত রকম গাছ             ঝিলে প্রচুর মাছ
       বাঁশের সাঁকোয় এপার-ওপার
           দেখবো ফিঙের নাচ।


ফুটবে এবার কাশ          দূরে লোকের বাস
           প্রস্ফুটিত ফুলের শোভা
              হেথায় বারোমাস।


লাল কাঁকুরে পথ            উড়ছে কত মথ
           অনুপম এই শোভা দেখে
                পূরল মনোরথ।