দু-দু’খানা নৌকো নিয়ে তৈরি আছি ঘাটে
পৌঁছালো মা মর্ত্যলোকে সূর্য তখন পাটে।
বছর পরে মা এসেছে পুত্রকন্যা সাথে
হর্ষ সবার চোখে মুখে পৌঁছে যাবো রাতে।


নৌকো দেখে মাও খুশি, ‘প্রাণ জুড়োলো এসে
গঙ্গাবুকে দারুণ হাওয়া যাবো কেমন ভেসে।
কৈলাসে তো ঠান্ডা ভারী তুষার রাশি রাশি
এখানে তো গরম খুবই’, বলেই মায়ের হাসি।


আকুপাকু করছিল মন, আসবো কবে ঘরে’
মা মেনকা পিতা গিরির আনন্দ না ধরে।
লক্ষ্মী-কেতো গণেশ-সরো, যার যা ইচ্ছে খাবে
পাড়ায় পাড়ায় ঘুরবে ওরা খুব সমাদর পাবে।


আলোর বেণু বেজেই গেছে মহালয়ার ভোরে
মন আমাদের উঠলো ভরে মা এসেছে দোরে।
এই ক’টাদিন কাটবে ভালো ঠাকুর দেখে দেখে
সামিল হবো সবার সাথে খুশির পরাগ মেখে।