এড়ানো কঠিন বড় জেগে আছে এই চোখ
অচিরেই ধরা তুমি পড়বেই
কখন কোথায় যাও ছবি ওঠে ক্যামেরায়
খবর পৌঁছে যায় বাতাসেই।


কেন এই লুকোচুরি এতে কী বা সুখ পাও
আমারে রেখেছো সেই আঁধারেই
খুব কি মন্দ লোক বিচার নিজেই করো
এতদিন আছি আমি আমিতেই।


পরীক্ষা কত আর শেষ হবে বলো কবে
ফুলের পাপড়ি সে তো শুকোবেই
তারপর যাবে ঝরে চোখের আড়াআসেলে সব
ডালপালা রবে শুধু ফুল নেই।


আমার আকুতিটুকু যাবে না তোমার কানে
জানবে না পৃথিবীর আর কেউ
সাগর এগিয়ে যায় পুনরায় ফিরে আসে
ক্ষণে ক্ষণে তাই তোলে এত ঢেউ।