শহরের চাকচিক্য


শহর মানে তো বেশি গাড়ি ঘোড়া মসৃণ পথঘাট
উঁচু উঁচু বাড়ি পায়রার খোপ নেই কোনো ঝঞ্ঝাট।
পাশাপাশি বাস তবুও অচেনা কৃত্রিমতার ছাপ
গ্রাম থেকে গিয়ে হাঁপায় মানুষ  অন্তরে ধরে হাঁপ।


বিশুদ্ধ বায়ু অমিল নগরে বাতাসে মারণ বিষ
জলাশয় নেই গাছপালা কম যাতনা অহর্নিশ।
অপরিকল্পিত নগরায়ন হলেই এমন হয়
যথেচ্ছাচার চালায় মানুষ, চরম অবক্ষয়।


জন্মের হার বাড়ছে ক্রমশ চাই যে বাসস্থান
সবুজায়ন সাথে সাথে হোক তাহলে বাঁচবে প্রাণ।
অদূরদর্শী হলেই বিপদ প্রকৃতিও সচেতন
প্রকৃতির কোপ কেমন ভয়াল টের পেল জনগণ।


হাঁটার রাস্তা উধাও শহরে পথিকের পথ নেই
হরেক পসরা সারা পথ জুড়ে বিকিকিনি চলছেই।
উড়ালপুলের নীচে বসবাস গৃহহীন মানুষের
ঝুপড়িও আছে খালের কিনারে জনগণ পায় টের।


সাম্যের বাণী মলাটবন্দি কে দেয় মূল্য তার
কত সরকার এল আর গেল নিষ্ফলা দরবার।
উন্নয়নের জোয়ার শহরে গ্রামগুলো বঞ্চিত
তাগাদা দিলেও টনক নড়ে না প্রশাসন যেন মৃত।


@অজিত কুমার কর