*
        দেখলে ওদের দুচোখে জল ঝরে
          শিশুরা আজ দাবা খেলার ঘুঁটি
         সারাটা দিন কাঁপতে থাকে ডরে
          খেলার জন্য পায় না ওরা ছুটি।
আড়ালে রয় সকল ব্যথা     গুমরে মরে মনের কথা
              আকাশটাকে ছুঁতে হবেই হবে
              গরবে বুক উঠবে ফুলে তবে।


            পড়া ছাড়া সব কিছুতে মানা
          তা বলে কি বাদ চলে যায় আঁকা
            কক্ষনো না, এটা সবার জানা
             চাইলে ছুটি তখন বদন বাঁকা।
নাচের সাথে গানও শেখে   আনন্দ পায় ওসব দেখে
             দরদি মন শৈশবে যায় উবে
            প্রভাত রবি আঁধারে যায় ডুবে।


              কেন এমন শিক্ষানীতি দেশে
             বোঝার ভারে ছাত্র-ছাত্রী কাবু
              সকল কুঁড়ি পুষ্প হবে শেষে
            দিতে হবে রোজ বারি এক ডাবু।
রেখে গেছে কীর্তি গড়ে    শুধুই অ-আ-ক-খ পড়ে
          অনেক আছে, কমতি তারা কীসে
          দেশবাসীকে দিয়ে গেছেন দিশে।


             বড় বড় ভাষণ শুধু মুখে
           এখন আবার ব্যস্ত অন্য রণে
          কুম্ভীরাশ্রু ফেলতে দেখি দুঃখে
         প্রতিশ্রুতি নেইকো কারো মনে।
গদির জন্য মাতোয়ারা   যাকনা মরে গাছের চারা
          হুহুঙ্কারে আকাশ বাতাস কাঁপে
         গা-পুড়ে যায় তপ্ত কথার ভাপে।