ঊষা-বেলা-স্নেহলতা কেমন আছিস তোরা?
মনে পড়ে ছুটির পরে জটলা বেঁধে ঘোরা।
সেদিনের সেই স্মৃতিগুলো এখন ওঠে ভেসে
কোথায় যেন হারাই আমি প্রজাপতির দেশে।


স্নেহলতা কোথায় থাকে চিত্রিত তার ডানা
পরীর মতো পাখনা মেলে স্বপনে দেয় হানা।
ঊষা আছে ঊষার মতো তেমনি ছটপটে
মাঝে মাঝে পাই দরশন, কংসাবতীর তটে।


বেলার সাথে নেই যোগাযোগ জানাই চিঠি দিয়ে
আমি তো সেই গাঁয়ে আছি সবুজ-সাথে নিয়ে।
আমের আচার কামরাঙা আর বাতাবিও আছে
হলুদ মেখে দুলছে কষে উঠোনের সেই গাছে।


আসার আগে জানিয়ে দিবি আসবি তোরা কবে
জমে যাবে আড্ডাটা বেশ সবার কলরবে।
বেলার জন্য পাকা তেঁতুল আছে কুলুঙ্গিতে
কয়েতবেলও মজুত আছে চাইলে পারি দিতে।


আসিস যদি সকালবেলা সাঁতার দেবো ঝিলে
বিকেলবেলা দিদির বাড়ি যাব সবাই মিলে।
সময় নিয়ে আসবি সবাই দিলাম আগাম বলে
এসেই কিন্তু বলবি না কেউ, ' আজই যাব চলে'।