শৈশব স্মৃতি


তখন -
বিকশিত হয়নি শতরূপা
রুপার নুপুর বাজত কচি পায়ে
হাঁটি হাঁটি করত এক-পা দুপা
ঝলমলানি পোশাক থাকত গায়ে।


সময় গড়ায় বয়সও যায় বেড়ে
শিক্ষাদীক্ষা চলছে পুরোদমে
যেতেই হলো এবারে ঘর ছেড়ে
বিদেশযাত্রা পরে সময়ক্রমে।


মনমুকুরে আঁকা ঘরের ছবি
শিল্পী এবার ধরেছে রং-তুলি
দেখতে পেল মানসচোখে কবি
ফিরিয়ে দিল স্বর্ণালি দিনগুলি।


এখন -
সেই বাড়িটা লাগছে আরো ভালো
খামতি কোথায় দারুণ পরিপাটি
দেয়াল থেকে ছিটকে পড়ে আলো
আহেলি প্রেম আপন বসতবাটি।