*
      কে ঢেলেছে এত সবুজ শাল মহুয়ার বনে
               লাগছে দারুণ নতুন সাজে
                অমল বিভা তাই বিরাজে
     কার বিরহে শ্যামাঙ্গিনি ডাকছে ক্ষণে ক্ষণে।


       পক্ষীকুলের স্বর্গপুরী গাছের ডালে বাসা
                বন হরিণীর পাচ্ছি সাড়া
            কোথাও যাবার নেইকো তাড়া
    কল্পনাতে রং লাগিয়ে বুঝি ওদের ভাষা।


   রং লেগেছে কৃষ্ণচূড়ায় জারুল পলাশ পাশে
              ঝরনাধারা পাহাড় গা-তে
              ইচ্ছে হলো পা ডোবাতে
    ঠোঁট রাঙিয়ে এলোচুলে কে ওই দূরে আসে!


     হাসিতে তার মুক্তা ঝরে তাকাই অপলকে
               অবগাহন শীতল জলে
               কলশি কাঁখে গেল চলে
    কোনোদিকে তাকায়নি সে জীবন চলে ছকে।
  
    আমার পায়ের শব্দ শুনে তাকায় পিছু ফিরে
                কপট হাসি দুই নয়নে
                দেখল তরু বিজন বনে
   মুখ ফিরিয়ে এগিয়ে গেল আবার ধীরে ধীরে।


   ধরা দিয়েও দেয় না ধরা হারায় পথের বাঁকে
               দৃষ্টিপথের বাইরে এখন
               সহজে কি মেলে ও মন
   এমনি করে হয়তো মৃগী আগন্তুককে ডাকে।


     ওরই আঁকা চিহ্ন ধরে এগোই পূর্বদিকে
               যৌবনেরই জলতরঙ্গে
           ঢেউ খেলে তার প্রতি অঙ্গে
   আমার ছায়া দীর্ঘায়িত দিনের আলো ফিকে।