সমবন্টন
অজিত কুমার কর


বছর শেষের শেষ প্রহরে নে লুটে নে মজা যত
চৈত্র গেলে ফুল শুকোবে র'বে না আর তা অক্ষত।


মরশুমি ফুল, পলাশ শিমুল রইবে না আর ডালে তখন
মিশে যাবে মাটির সাথে যাদের আমরা দেখছি এখন।
পথের পাশে ঘেঁটুফুলে ঘোর নেশাতে পড়িস ঢুলে
দেখ ওদিকে পাতার আড়ে ফুটে আছে অশোক কত।
মউপিয়াসী ও মৌমাছি কাজ কী শুধু মউ আহরণ?
থামতে বললে থামিস না তুই আপন কাজেই নিমগ্ন মন।


সব মধু কি একাই খাবি প্রজাপতি আছে ভ্রমর
জবাব তোকে দিতেই হবে পৃথিবী তো সবারই ঘর।
ফুলের মধু সবাই পাবে তা না হলে প্রাণ হারাবে
ক'ফোঁটা খাস বল তো শুনি সঞ্চয়ে মন অবিরত।
মৌটুসীও শুনছিল সব খুব সাধারণ জীবনযাপন
কোথায় গেল এক নিমেষে খাস না রে আর এই নিবেদন।


কীটপতঙ্গ কোকিল টিয়া যেন না কেউ অভুক্ত রয়
তাহলে তো আসবে নেমে পৃথিবীতে ঘোর বিপর্যয়।
রইবো বেঁচে আমরা সবাই বাঁচার জন্য খাদ্য তো চাই
কেন এত চাহিদা তোর বাকিরা কি করবে ব্রত?
যত রসদ ভাগ করে নে সাম্যবাদের হোক প্রবর্তন
কেউ যেন না যায় হারিয়ে বাঁচুক জীবন, বাঁচুক জীবন।


© অজিত কুমার কর