***************
দাক্ষিণাত্যে প্রবল বানে
    ভাঙল হাজার ঘর
মানুষ পশু সব একাকার
   আস্তানা বাঁধ ’পর।
  সব থেকেও সর্বহারা
  দুঃস্বপনে জীবন সারা
    অবিশ্রান্ত বৃষ্টিধারা
      ভাবনা নিরন্তর
  এ দুর্দশা ঘুচবে কবে
      ঈশ্বরই নির্ভর।


  সাহায্যের হাত কে বাড়াবে
       খাবার নাহি পায়
   দুধের জন্য কাঁদছে শিশু
      মা আজ নিরুপায়।
  থামায় একটু চিড়ে দিয়ে
  আদর করে কোলে নিয়ে
   ঘুমপাড়ানি গান শুনিয়ে
       খুকুর পানে চায়
তা ছাড়া আর ক’রবে  কী মা
       অশ্রু ঝরে যায়।


জল নেমেছে এবার বিপদ
        পুতিগন্ধময়
ঘর বানাবার রসদ কোথা
     বড়ই দুঃসময়!
মাঠে এখন জল এক ছাতি
দিনেও যেন গহিন রাতি
নিষ্প্রভ বেশ আকাশ-বাতি
     বিষম বিপর্যয়
  কত দিনে দুঃখ যাবে
   বেদন ভোলার নয়।


     মধ্য ভারত পূর্ব ভারত
       সবখানেতেই জল
      বছর বছর বিপর্যয়ে
        দীর্ণ মনোবল।
দু’দশ হাজার বাড়ায় টাকা
তাতে কি যায় দুঃখ ঢাকা!
‘এগোচ্ছে দেশ’ বুলি ফাঁকা
     আজব জাঁতাকল
  চালাকিতেই কার্যসিদ্ধি
     এমনই কৌশল!


   সমাধানের সূত্র কোথা
     ওদিকে নেই মন
ওদের দেদার বিলাসব্যসন
      মরুক জনগণ।
লক্ষ্য ওদের কেবল গদি
দেখল মানুষ আজ অবধি
সবার ভালো চাইতো যদি
     বদলাত জীবন
এ দুর্দশা ঘুচত লোকের
     এ কেমন বাঁচন!
****************