মনন হল আসল রাজা অন্তরালে তেজ
ভীষণ ভয়ে আতঙ্কিত আগ্রাসী ইংরেজ।
বিরসা মুণ্ডার হাতে ছিল বিষ মাখানো তির
আন্দোলনের অগ্রভাগে দুঃসাহসী বীর।


আজও ওরা উপেক্ষিত পালন করে হুল
দরদি মন যায় না দেখা ভাঙবে কবে ভুল।
সাদাকালোয় প্রভেদ কেন রক্ত সবার লাল
সমাজবুকে এ’বঞ্চনা চলবে কতকাল!


শুধরে নেবার এইতো সময় মানবধর্ম সার
গণতন্ত্রের বাণী এটাই সমান অধিকার।