যেদিন র’ব না আর এই ধরণিতে
এমনি কাটিবে দিন পোহাইবে রাতি
প্রভাতে উঠিবে রবি সকলের হিতে
সাঁঝতারা যথারীতি জ্বেলে দেবে বাতি।
ফেলিবে দু’ফোঁটা অশ্রু একান্ত আপন
কিছুই যাবে না থেমে র’বে সাবলীল
এটাই তো প্রকৃতির জঙ্গম জীবন
ঘড়ির কাঁটার মতো সদা গতিশীল।


নিয়েছি দু’হাত ভরে কিছু কি দিয়েছি
কখন যে যাবে থেমে জীবনের গান
নিরলস করে যাব, শপথ নিয়েছি,
ততক্ষণ, যতক্ষণ দেহে র’বে প্রাণ।
তোমার তরণিখানি ভিড়িয়ো সময়ে
তাহলে পারিব যেতে প্রশান্ত হৃদয়ে।