নতুন বছর শীতের আমেজ চিত্তে খুশির ঢেউ
মনে আমার রং ধরেছে জানে না আর কেউ।
দিঘার চরে দাঁড়িয়েছিল ছলাৎ ছলাৎ জল
চরণ দুটি ভিজিয়ে দিতে প্রেয়সী চঞ্চল।


আমি তখন কোমর জলে ডাক দিই ইশারায়
পায়ে পায়ে এগিয়ে এলো মন যে পাশে চায়।
বেণিতে তার গোলাপ গোঁজা লাগছে অপরূপ
সুউচ্চ এক ঢেউয়ের তলে চোখ বুজে নিশ্চুপ।


শক্ত করে ধরাই ছিল বঁধুর পেলব কর
তা না হলে ছিটকে যেত আটকানো দুষ্কর।
ওঠার পরে মধুর হাসি চকচকে বেশ মুখ
অমূল্য ওই হাসিতে পাই পরম তৃপ্তি সুখ।