.                 সমুখে দাঁড়াও
               অজিত কুমার কর


কখন আস কখন যে যাও দাও না সে খবর
পথ চেয়ে রোজ বসে থাকি ভাবলে কেন পর!
             আমারে যে শুধায় এসে
             সখীরা সব হেসে হেসে
কে আসে রোজ তোর দুয়ারে ভাবি নিরন্তর
আজকে তোকে বলতে হবে সইছে না রে তর।


         তাঁর খবর তো তোরাই জানিস
            আমি তো কিছুই জানি না
           জানলে আমি বলেই দিতাম
           বল সখী, সত্যি তা কি না?


তোমার কাছে নালিশ আমার  মানছি আমি হার
  এ কি তোমার অমন করে গোপন অভিসার?
             ডাক দিলেও দাও না সাড়া
               স্বপনে রূপ নজরকাড়া
   মুখোমুখি দাঁড়াও এসে দেখি রূপ তোমার
   কখন তোমার সময় হবে জানিয়ো এবার।


© অজিত কুমার কর