সাঁঝের অতিথি


কী গান শোনাবে আজি
              গড়াল বেলা
আমি তো রয়েছি বসে
              কূলে একেলা।
     কত তরি আসে যায়
     যেই লাগে কিনারায়
ঢেউগুলো ছলকায়
              রঙের খেলা
আকাশে সূর্য নেই
              গোধূলি বেলা।


চাঁদের চেহারা ক্ষীণ
              তৃতীয়া তিথি
তমসাকে সাথি করে
              তুমি অতিথি।
     রুনুঝুনু বাজে মল
     পরিচিত পরিমল
হৃদয় ভরিয়ে দিল
              তোমার গীতি
তমসাকে সাথি করে
              তুমি অতিথি।


##অজিত কুমার কর