সাঁড়াশি আক্রমণ


করোনার কোপে সারাটা বিশ্ব
কোথা এর শেষ কী বা ভবিষ্য
ধরার মানব ভীষণ জব্দ
মৌনমুখর জীবন স্তব্ধ।


প্রকৃতির রোষ এর উমফুন
বিপর্যস্ত কপালে আগুন
সাগর ফুসছে ফুসছে পৃথিবী
সামলানো দায় হটাবে গরিবী!


পঙ্গপালের আগমনে ভীত
ঠেকান কঠিন সংখ্যা অমিত
যাবে কোন দিকে জানে না তা কেউ
ওদিকে সাগরে নিসর্গ-ঢেউ।

প্রলয় ডঙ্কা আকাশে বাতাসে
সামনে-পিছনে এপাশে-ওপাশে
বিষাক্ত কাঁটা বিঁধে যাবে গায়ে
যতই থাকনা গৃহেতে লুকায়ে।


@অজিত কুমার কর