ক্ষমতার লোভে মত্ত চাই সিংহাসন
শুধু নিজ স্বার্থসিদ্ধি দেশ যায় যাক
দম্ভভরা অনর্গল অসত্য ভাষণ
সমাজজীবনে মনে আনে দুর্বিপাক।
সহসা সুনামি নামে শান্ত পরিবেশে
হিংসার অনলে দগ্ধ সাজান সংসার
নিমেষে লোপাট বোধ, গ্রাস করে এসে
লেলিহান উন্মত্ততা, মুরতি সংহার।


উস্কানিমূলক বাক্য উচ্চারণ নয়
মানুষের ভাবাবেগে না হানি আঘাত
ক্রোধাগ্নি ছলকি ওঠে কে দেবে অভয়
আছে বুদ্ধ নজরুল করি দৃষ্টিপাত।
মানুষ ফিরাতে পারে সুস্থ পরিবেশ
মুছে ফেলে মন থেকে ক্রোধ-হিংসা-দ্বেষ।