( আজ শেষ অংশ )


প্রিয়া –  দুটি জীবন একটি পথ
         টানবো দুজন একটি রথ
                শুধুই কর্ম    
                মানবধর্ম
        সোহাগরাতে তাই শপথ।


প্রিয় - রোজ সকালে যাই ক্ষেতে
           রান্নাঘরে রও মেতে
               হোক নগণ্য
               শাক ও অন্ন
        তোমার রান্না বেশ খেতে।


প্রিয়া – আজকে যখন ঘাটে যাই
       খোঁড়া বিড়াল দেখতে পাই
               নিয়ে এলাম
              ওষুধ দিলাম
        আমার খুশির অন্ত নাই।


প্রিয় - গায়ের রং-টা সফেদ বেশ
      কেমন কালো লেজের কেশ!
              তিনটি হল
              তাইনা বল
       রাখতে ওকে কীসের ক্লেশ।

প্রিয়া – চলো লাগাই কুল বকুল
         চাঁপা জারুল দেবে ফুল
               শাল্মলি শাল
              দেবদারু তাল
      আর লাগাবো বেল তেঁতুল।


প্রিয় – রোজ দুবেলা জল দেওয়া
        বইছে কেমন হিম-হাওয়া
               সোহাগমাখা
                লক্ষ্য রাখা
         নিয়ম করে হয় যাওয়া।
  
প্রিয়া – গরু মহিষ চরতে যায়
        ছাগল ভেড়াও পা বাড়ায়
               বাঁশের বেড়া
               কাপড় ছেঁড়া
       জড়িয়ে দেব বেড়ার গায়।


প্রিয় - সমীরণে নড়ছে ডাল
     জোর বাতাসে টালমাটাল
              হচ্ছে বড়
             দেহও দড়
    পায় না কেহ আর নাগাল।

প্রিয়া – উড়ছে অলি ফুটছে ফুল
        দুলছে যেন ঝুমকো দুল
               স্নিগ্ধ বাতাস
              বুকভরা শ্বাস
       পুলক রাশি ছাপায় কূল।


প্রিয় – কচি পায়ের পড়ল ছাপ
       সামলাব সব কাজের চাপ
                কী আনন্দ
                নতুন গন্ধ
     আমরা হলাম মা আর বাপ।