আজি এ বিজন বনে
দিবা অবসানে
গেয়ে চলে ঝরাপাতা
বিরহের গান
শুনি পেতে কান।
আঁধার ঘনিয়ে আসে
তারা ফোটে নীলাকাশে
স্নিগ্ধ শীতল বায়
অলিরা ঘুমায়।


ধবধবে জোছনায়
ঝিঁঝিপোকা ডেকে যায়
শাখে শাখে পাখিদের কোলাহল
তরুদল নিশ্চ্ল।
মর্মর ধ্বনি ওঠে
চকিতে হরিণী ছোটে
পিছু ফিরে তাকায় সে বারবার।
সে তো কোনো ভয়ে নয়
চোখে চোখে কথা কয়
সঙ্গীরা জুটে যায় দুই চার।


বকুলের মালাখানি
দেবো যে তোমায় জানি
এখনো তা ভরপুর গন্ধে,
বসে পড়ি শিলা পরে
দুহাতে মালিকা ধরে
কোয়েলটা সুর তোলে ছন্দে।


রাত্রি গভীর হয়
স্তব্ধতা বনময়
এখনো তো জ্বলে দীপ হৃদয়ে,
পার হয়ে যায় ক্ষণ
সঁপেছি যে তনুমন
বিচ্যুতি ঘটবে না প্রলয়ে।