শরৎ এলে মেঘের কোলে
উড়বে হাঁস
বঙ্গ জুড়ে সোনালি রোদ
সফেদ কাশ।


শরৎ এলে হিম-পরশে
শিরশিরানি
‘যাচ্ছি চলে’ বর্ষা বলে
‘নাই রে পানি।’


শরৎ এলে শিশিরকণা
পাতায় ঘাসে
দিঘির বুকে পদ্ম ফোটে
মধুপ আসে।


শরৎ এলে মনের কোণে
পুলক জাগে
গন্ধভরা শিউলি হাসে
মিষ্টি লাগে।


শরৎ এলে আলোর বেণু
উঠবে বেজে
ছোটোর সাথে বড়রা সব
মাতবে সেজে।


শরৎ এলে হারিয়ে যাবে
দুঃখ ব্যথা
অহর্নিশি জাগবে মনে
খুশির কথা।