শরতের খুশি


শরতের খুশি রাশি রাশি কাশফুলে
মুকুতার দানা ঘাসে
বনফুল আশেপাশে
তা দেখে আমার হৃদয় উঠল দুলে।


রাতের শিশিরে শেফালিকা মেলে আঁখি
মৌমাছি দিল খোঁজ
তাই আমি রোজ রোজ
পূর্ব দিকের জানালাটা খোলা রাখি।


প্রভাতে পাপিয়া উড়ে গেল ডেকে ডেকে
ঘুঘু-ঘুঘি পাশে ছিল
একে একে ডাক দিল
'ঘুমিয়ো না আর অরুণকিরণ মেখে।'


বেরিয়ে পড়েছি দিদিকে সঙ্গে নিয়ে
সিঁড়ি দিয়ে নামি নীচে
হাঁটি ওর পিছে পিছে
দাঁড়ালাম আমি দিঘিটার কাছে গিয়ে।


পদ্ম-শালুক ফুটে আছে দেখ কত
নাগাল পাব না ওর
সাধ্যও নেই তোর
চুপ কর দেখি, বকবক তোর যত।


ওদিকে দেখনা চল আনি কিছু কাশ
ভরে আছে আগাছায়
যদি কিছু কামড়ায়
কান পেতে শোন কারা করে ফিসফাস!


করব না দেরি চল যাই ঘরে ফিরে
শিউলি তো ঘরে আছে
আর কিছু আছে গাছে
আমি আর দিদি পথ চলি ধীরে ধীরে।


#অজিত কুমার কর