.              শরৎ-শিশির
            অজিত কুমার কর


         রোদ মেখে ওঠে হেসে
          সারারাত ঝরেছে সে
জমে আছে ঘাসে ঘাসে শরৎ-শিশির,
           প্রভাতে রবির আলো
          মুছে দিল যত কালো
     মৃদুমন্দ সমীরণ উত্তর-দিশির।
কার আগমনে প্রকৃতির সাজ অপরূপ
ঝরে পড়ে পাতার গা বেয়ে জল টুপটুপ।


             যেন মণিমুক্তাদানা
           প্রজাপতি মেলে ডানা
   শ্যামলা এ ধরণির বড় ব্যাকুলতা,
           শিউলি ফুটেছে মেলা
           মাধবী-চামেলি-বেলা
  হৃদয়কন্দরে জমা কে জানে সে কথা।
বছরে একটিবার সাড়া পড়ে চারিদিকে
মননে অটুট থাকে কখনো না হয় ফিকে।


               সরোবরে শতদল
             ভেসে আসে পরিমল
   দুধসাদা পেঁজা তুলো আকাশের কোলে,
             খেলে ওরা কানামাছি
             রবি বলে আমি আছি
    পথপাশে হাসিরাশি কাশফুল দোলে।
  অরুণকিরণস্পর্শে লজ্জাবতী মেলে আঁখি
অদম্য গোপন ইচ্ছা পরাবে সে মাকে রাখি।


© অজিত কুমার কর