শিক্ষার শেষ কোথা চিরকাল শিখি তাই
মগজে তো এক কণা ভরাতে সবাই চাই।
সীমাহীন সাগরের অন্দরে কত প্রাণ
জ্ঞানভাণ্ডার তাই মণিময় অফুরান।


কারও কি সাধ্য আছে সবকিছু জানবার
আহরণ বিতরণ করে হই নদী পার।
শৈশবে সকলের পাঠশালে পড়া শুরু
শেষ কোথা, শেষ নাই বাতলান যিনি গুরু।


বিদ্বান জ্ঞানী গুণী অনায়াস বিচরণ
অবদান স্মরণীয় শুচিতায় ভরা মন।
বন্দিত সবখানে স্বদেশ আর বিদেশে
জ্ঞানদান আজীবন নিষ্ঠায় ভালোবেসে।


শুচিমনে নতশিরে প্রাজ্ঞকে স্মরি আজ
ফুল আর মালা দিয়ে পরিয়েছি নবসাজ।
উজ্জ্বল চোখ দুটি হাসিমুখ ঝলমল
গরিমার দীপশিখা সর্বদা উজ্জ্বল।