সর্বশক্তিমান
অজিত কুমার কর


সু আর কু-তে ভরা বিশ্ব
কু-এর বেশি দম্ভ,
ধরিত্রী গা-নাড়া দিলেই
চূর্ণ উঁচু স্তম্ভ।


জীব ও জড়ের মাঝেই স্থিতি
প্রভুর অসীম শক্তি,
কেউ বলে এ মূঢ়ের চিন্তা
কেউ বা করে ভক্তি।


প্রমাণ করা দুরূহ কাজ
তাই বলে কি ভ্রান্ত?
মাথার ওপর বিশাল আকাশ
আছে কী এর প্রান্ত?


নিরাকার না সাকার তিনি
জানে না এই বিশ্ব,
ধরার বুকে ঘটতে দেখি
অপার্থিব দৃশ্য!


ঘটায়, নাকি এমনি ঘটে
কে দেবে এর ব্যাখ্যা?
সাধ্যে যদি না কুলোয় তা
'অলীক' বলে আখ্যা।


© অজিত কুমার কর