ভোলাবে সব দুঃখ ব্যথা
এটাই দৃঢ় পণ
তা না হলে ধরার বুকে
কীসের এ জীবন!


এমন ইচ্ছা সর্বদা সে
করে কার্যকর
ধর্মে কর্মে একনিষ্ঠ
দরদি অন্তর।


প্রতিভাধর এই রমণীর
অনন্ত উদ্যম
অসহযোগ আন্দোলনে
ব্যস্ততা চরম।


ইংরাজিতে কাব্য লিখে
অশেষ খ্যাতি লাভ
স্বাধীনতার জন্য ছিল
অনড় মনোভাব।


কবিচিত্তে অগ্নিশিখা
সদা উচ্চ শির
স্বরাজ এনে দিলেন, ভেঙে
অশুভ জিঞ্জির।