রবীন্দ্র-সুর আবেশ আনে প্রাণে
ব্যথার মাঝেও পরম শান্তি পাই
অকিঞ্চনের রবি ছাড়া আর তো কেহ নাই।
সুখে দুঃখে বিয়োগব্যথায় ওই সুধা পান করি
তাতেই আসে প্রাণের আরাম ওকেই আঁকড়ে ধরি।
বিপদ এলে পিছিয়ে যাই না কভু
প্রেরণা পাই কবিরই গান গেয়ে
কর্মে লাগি নবোদ্যমে, অমৃত-স্বাদ পেয়ে;
রণক্ষেত্রে শক্তি জোগায় কাব্য গীতাঞ্জলি
নবোদ্যমে ঝাঁপিয়ে পড়ে বিঘ্ন পদদলি।


শোকাচ্ছন্ন জোড়াসাঁকোর বাড়ি
এক নিমেষে উধাও মাথার ছাদ
বুকের ভিতর গুমরে মরে করুণ আর্তনাদ।
বহিঃপ্রকাশ চোখে মুখে সকলেই নির্বাক
আকাশ ভেঙে বৃষ্টি নামে এ কী দুর্বিপাক!
খাঁচার পাখি কখন গেছে উড়ে
সব থেকেও কেমন যেন ফাঁকা
প্রিয় কবির নিথর দেহ ফুলের মালায় ঢাকা;
হৃদয়জুড়ে ছিলেন তিনি ভাবি দুচোখ বুজে
অঝোরে যায় অশ্রু ঝরে পাই না কোথাও খুঁজে।