সেই মুখ সেই চোখ
অজিত কুমার কর


জীবনে আমার এসেছিল প্রেম হারিয়ে গিয়েছে হায়!
সমুখে সাগর বালুকাবেলায় প্রভাতের কুয়াশায়।
খুঁজে বেড়িয়েছি সাগরে পাহাড়ে
শাল পিয়ালের বনে ও বাদাড়ে
হতাশ হয়েছি আমি বারেবারে মেলেনি কোথাও দেখা
ললাটলিখন কেন যে এমন দেখেই মুখ ফিরায়।


সেদিন সাগরে প্রবল তুফান  সাবধান! সাবধান!
আমার কী ভয় পিছু টান নেই কেড়ে নেবে নিক প্রাণ।
কে যেন হঠাৎ দাঁড়াল সমুখে
টানা টানা চোখ সেই হাসি মুখে
কপালে তিলক টুকটুকে লাল শিঞ্জিনী বাজে পায়
জীবনে আমার এসেছিল প্রেম হারিয়ে গিয়েছে হায়।