শেষ বুঝি নয় শেষ
অজিত কুমার কর


ক্ষণে ক্ষণে পাল্টায় জীবনের রং
স্পন্দিত হয় বুকে ঢং ঢং ঢং।
এবার সময় হল বিদায় নেবার
সোনালি পত্রগুলো ঝরবে এবার।
সুখ-দুখ-প্রেম-প্রীতি
গড়ে তোলে সম্প্রীতি
জীবন ঠুনকো বড় পত্রের জল
কখন পড়বে নীচে লভিবে ভূতল।
ওখানেই শেষ নাকি
বিস্ময়ে চেয়ে থাকি
পাথরকুচির পাতা মা হয় কেমন
হৃদয়ে পুলক জাগে নেচে ওঠে মন।
শেষ বুঝি নয় শেষ আসে ফের বুকে
নাহলে ঝরলে পাতা যেত সব চুকে।
--
© অজিত কুমার কর