শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা
অজিত কুমার কর


কী রে অমিত কবে এলি
কেমন আছিস বল?
কতদিন পর দেখা হল
কোথাও বসি চল।


মোটামুটি ভালোই আছি
বসার সময় নাই,
জরুরী এক কাজে এলাম
এখন আসছি ভাই।


চোখে মুখে বিষণ্ণতা
লুকোনো কী যায়,
সবার দশা একই রকম
বলতে কি কেউ চায়?


মনের কথা গোপন থাকে
হৃদয় পুড়ে খাক,
ঢাকা দেওয়ার বৃথা চেষ্টা
মাছের ওপর শাক!


এভাবেই তো যাচ্ছে কেটে
ছাপোষাদের দিন,
তবু বলছে, 'ভালোই আছি'
কণ্ঠ অতি ক্ষীণ।


© অজিত কুমার কর