পৌঁছে দেখি উঠোন 'পরে
ঠাম্মা আছে বসে
খেজুর বিচি চিবোচ্ছে সে
দাঁত না পড়ে খসে!


প্রণাম করি দুই পা ছুঁয়ে
আশিস করে ঠামি
'দেশের মুখ উজল করো
এটাই শুধু কামী'।


রান্নাঘরে পায়েস ছিল
আমায় দিল খেতে
দেখতে পেয়ে বাচ্চা বুড়ো
ওঠে সবাই মেতে।


এনেছিলেম সঙ্গে করে
কিছু ছানার গজা
হাতে দিতেই বেজায় খুশি
ওদের সে কী মজা!


একটু দূরে দাঁড়িয়েছিল
লাজুক সিনাগল
এগিয়ে গিয়ে আদর করি
ধরাই হাতে ডল।


খলখলিয়ে উঠল হেসে
দিল দারুণ দৌড়
হারিয়ে গেল এক নিমেষে
সামনে ছিল মোড়।