শিরে রেখো হাত
অজিত কুমার কর


কোথায় আছো তুমি কখন দেবে দেখা
তোমার খোঁজে ঘুরি দেখিতে না পাই,
সহায় হও যদি তাহলে পাব দেখা
বিকল্প পথ তো আর কোনো নাই।


কতনা পশুপাখি সবুজ তরুলতা
অসীম বিস্ময়ে আমি চেয়ে থাকি,
তুমি তো জানো সব যা ঘটে এ ধরায়
স্বপনে জাগরণে তোমারেই ডাকি।


কাজেই থাকি ডুবে এটাই ধ্যান জ্ঞান
শেখায় মধুকর পাখি ও প্রকৃতি,
নদী তো গতিপথ নিজেই করে নেয়
কাজের মাধ্যমে দেয় পরিচিতি।


যে যার মতো চলে আমিও করি তাই
ছিনিয়ে আনি জয় নিজ মনোবলে,
ফুল ছড়ানো নয় কাঁটায় ভরা পথ
হারিনি ওর কাছে চলি পা'য় দলে।


মিনতি শুধু এই সতত থেকো পাশে
যেয়ো না সরে দূরে শিরে রেখো হাত,
এ ভব সংসার জীব জড় সবার
ফোটাব মুখে হাসি পেলেও আঘাত।


© অজিত কুমার কর