শীত ফুরোতে ক'দিন বাকি
অজিত কুমার কর


সন্ধে হলেই শীত ঠেকাতে
ঘরের ভিতর আগুন জ্বালি,
একখানা চট আমার ভাগে
তাতেও হাজার গন্ডা তালি।


একটা জামা তাও ছেঁড়া
মায়ের গা'য়ে মলিন শাড়ি,
আমরা থাকি পথের পাশে
আর ওদিকে মস্ত বাড়ি।


কাজ করে মা যা টাকা পায়
পেট ভরে না খিদেয় থাকি,
বারেবারে শুধাই মাকে
শীত ফুরোতে ক'দিন বাকি?


তিনটি মানুষ ছ'টা কম্বল
সকাল থেকে রৌদ্রে মেলা,
দুপুরের পর তুলতে দেখি
মা ঘরে নেই রই একেলা।


কেন এমন মন্দ কপাল
আমরা এত গরিব কেন?
ভেবেই মরি পাই না জবাব
পরজন্মে না হই যেন।


© অজিত কুমার কর