ফিরে গেছে পাখিদের ঝাঁক
লালে লাল শিমুল পলাশ
নিজভূমে ওরা সুখে থাক
এসেছে বসন্ত-  মধুমাস।


কেটে যায় কীভাবে সময়
গোধূলির লালিমা অধরে
কাকলির কোলাজে বাঙময়
রেখেছিল আপনার করে।


এখন অখণ্ড অবসর
দিঘিবুকে নেই কোলাহল
ঝরাপাতার মর্মর ধ্বনি
ভেসে আসে পল অনুপল।
...        ...         ...
হেমন্তের সুনীল আকাশ
পথপাশে দোলে কাশফুল
প্রকৃতিতে শীতের আভাস
হিসাবের হবে নাকো ভুল।