শোধ হবে না ঋণ
অজিত কুমার কর


এই পৃথিবীর আলো দেখায়
হৃদয়ে দেয় দম,
ধারণ করে জঠরে তাঁর
সময়টা নয় কম।


সে যে সবার জন্মদাত্রী
কুসুমকোমল মন,
এ জগতে আর কিছু নয়
মা-ই পরম ধন।


স্তন্য দিয়ে লালন করে
বিশ্রামে নেই হাত,
শিশুর কখন কী প্রয়োজন
জেগে কাটায় রাত।


মায়ের সেবা যত্ন পেয়ে
আমরা বড় হই,
ব্যাকুল হয়ে ডাকি মা গো
কোথায় তুমি, কই?


মায়ের জন্য উতলা প্রাণ
রাতকে করি দিন,
যতই পাশে রই-না কেন
শোধ হবে না ঋণ।


© অজিত কুমার কর