শুধু আমি বঞ্চিত
অজিত কুমার কর


তুমি এলে দেখি প্রকৃতির রং হঠাৎ বদলে যায়
মন হয়ে যায় উদাসীন খুব, মলিন মৌনমুখ
যে দিকে তাকাই সবখানে তুমি রক্তিম কিংশুক
কেউ বা হলদে কেউ গৈরিক দোল খায় গরিমায়।


উত্তর নয় দক্ষিণ থেকে ধেয়ে আসে সমীরণ
যত উত্তাপ নিমেষে বিলীন ক্লান্তির অবসান
মন বলে, 'চলো, নৌকা ভাসাই গাই ভাটিয়ালি গান
কৃষ্ণচূড়ায় কোকিলের কুহু হৃদয়ে তুমুল রণ।


শিমুলকে দাও পলাশকে দাও কেন আমি বঞ্চিত
রঙের অভাব দেখিনি কোথাও উজ্জ্বল চারিদিক
দূর থেকে দেখি কাছে গিয়ে দেখি তা নয় অলৌকিক
আমি অভাজন তাই বুঝি তুমি দিতে এত কুন্ঠিত।

ফুলে ফুলে কত প্রজাপতি ওড়ে আসে কত মৌমাছি
রজনি ও জুঁই সৌরভ দেয় মৌসুমী সহৃদয়
যদি কিছু রং সুগন্ধ দিতে হতো আরও মধুময়
যাইনি কোথাও পাবার আশায় এই বাংলায় আছি।


© অজিত কুমার কর