শুক্রের সান্নিধ্যে ঘন্টা-দুই
অজিত কুমার কর


কোথায় শুক্র খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম কাছে
ও তখন ছিল চাঁদের আড়ালে দেখা পাই নাই তাই
সঙ্গ দিলাম ঘন্টাদুয়েক খুশি যারপরনাই
চাঁদের এ পিঠ তমসায় ঢাকা, বলো,ওখানে কী আছে?


জবাব অজানা তাই চুপচাপ শুধু হাসি উপহার
তখন আমরা ভাসছি আকাশে সর্বদা গতিশীল
মন বিহঙ্গ কম পটু নয় থামে না সে এক তিল
শুক্রের সাথে সেলফি নিলাম ছবিটা চমৎকার!


মুঠো মুঠো রোদ ছড়াল সূর্য দুজনে উদ্ভাসিত
পৃথিবী নীলাভ, লাল মঙ্গল দেখি আমি চোখ মেলে
এমন দৃশ্য মিলাবে নিমেষে পৃথিবীতে ফিরে গেলে
দুঘন্টা কাল কীভাবে কাটল হয়ে যাই বিস্মিত।


বিদায়বেলায় পিছু ফিরে চাই শুক্র নাড়ল হাত
একাই এলাম পৃথিবীতে ফিরে ছিল না কেহই পিছে
অন্যরকম চন্দ্রবিন্দু শুক্র চাঁদের নীচে!  
কীসের শব্দে ঘুমটা আমার ভাঙলো অকস্মাৎ।


কাছে গিয়ে দেখা দূর থেকে দেখা মিলেমিশে একাকার
মনের ভিতর চলে আলোড়ন অনুভূতি অদ্ভুত
যেন কোনো এক শিল্পীর আঁকা কোথাও নেইকো খুঁত
জীবদ্দশায় এমন ঘটনা ঘটে না বারংবার।


© অজিত কুমার কর