শুনি তোমার বাঁশি
অজিত কুমার কর


বাতাস শোনায় তোমার বাঁশি
যতই থাক দূরে,
গুনগুনিয়ে গেয়ে উঠি
সুর মিলিয়ে সুরে।


দেখা তুমি দেবেই দেবে
ভালো করেই জানি
ত্রাতা তুমি, না হলে  তো
মিথ্যা গীতার বাণী।


প্রদর্শিত পথেই চলি
কাঁটাকে পা'য় দলে,
রোজ প্রভাতে ফুলের মালা
পরাই তোমার গলে।


তুমি ছাড়া দিন চলে না
কাজেই ডুবে থাকি,
নামলে আঁধার নিরালাতে
চক্ষু বুজে ডাকি।


কী করি আর কী না করি
সবই তোমার জানা,
ভুল পথে পা পড়ে যখন
আমায় কর মানা।


© অজিত কুমার কর