করেই যাচ্ছি সারাটাদিন কাজ
সেদিনের সেই স্মৃতি তবু উঠছে ভেসে আজ।


হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার চল
বনশালিখের কিচিরমিচির, মন হ’তো চঞ্চল।


ধারাপাত আর বর্ণপরিচয়
সহজ সরল তাইতো সেদিন কেউ পেত না ভয়।


চার বছরে চুকল স্কুলের পাঠ
এবার আবার উচ্চ স্কুলে সামনে বিশাল মাঠ।


শিশুসুলভ দুইয়ের মনোভাব
হিসেবনিকেশ করিনি কেউ ক্ষতি কিংবা লাভ।


মাধ্যমিকের পাঠও হ’লো শেষ
খোলা হাওয়ায় প্রবেশ এবার মুক্ত পরিবেশ।


কী যে হ’লো, বদলে গেল সব
ভুলে গেলে অবলীলায়, বন্ধু আশৈশব।


কাটছে তোমার বিলাস বৈভবেই
একটি দিনও বসে থাকার উপায় আমার নেই।


ভাবনা আমার আর তো কিছু নয়
পাছে তুমি সব জেনে যাও সেটাই শুধু ভয়।


গ্রীষ্ম আসে বর্ষাতে থইথই
হেমন্তিকা শরৎ হাসে, বসন্ত আর কই।