*
      মালা হয়ে দুলবে বলে রক্তজবা ফুটল গো
  মা’র আগমন বার্তা পেয়ে রাতের নিদ্রা টুটল গো।
               দেখবি যদি আয় রে ছুটে
                 সকল বাধা বিঘ্ন টুটে
  অর্ঘ্য নিয়ে আনন্দে সব মা’র দেউলে জুটল গো
‘মা এসেছে’, ‘মা এসেছে’ ওই কলরব উঠলো গো।


আকন্দ আর ধুতুরা ফুল তারা কি আজ ব্রাত্য রয়
  মহেশ্বরের সঙ্গ পাবে কণ্ঠে ভোলেবাবার জয়।
              শ্যামামায়ের চরণতলে
             সর্প দোলে বাবার গলে
      আকন্দফুল বাবার প্রিয় ধুতুরাও গন্ধময়
বরণডালায় স্থান পেয়েছে ভাগ্য ওদের মন্দ নয়।


আবিররঙা মা’র শাড়িতে কলকে ফুলের হলদে ছাপ
মা কে দারুণ দেখাচ্ছে আজ বাবা বড়ই নিরুত্তাপ।
           এমন দিনে দেখতে কী দোষ
            মৌন মুখে মা’র পরিতোষ
মাটির মানুষ তাইতো মায়ের নেইকো কোনও মনস্তাপ
ব্যোম ভোলানাথ স্বামী বলে সকল ত্রুটিই ক’রল মাফ।


      বাবার চক্ষু ঢুলুঢুলু মায়ের দিকে তাকায় না
  দাঁড়িয়ে আছে বুকের ওপর তবু নালিশ জানায় না।
                 বাবা ও মা ভীষণ ভালো
                কালোতেও জগত আলো
    অতি অল্পে তুষ্ট দুজন সন্তানেরে ভাবায় না
আমাদেরও সুরক্ষা দেয় শত দোষে  কাঁদায় না।।
                          ***